বিশেষ ফ্লাইটে ২৭৩ প্রবাসী স্পেন গেলেন

আপডেট: June 19, 2020 |
print news

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৭৩ জন প্রবাসী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন তারা।

শুক্রবার (১৯ জুন) সকালে বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর