সৌদিতে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
আপডেট: June 20, 2020
|
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বাংলাদেশি চিকিৎসক রনক মো. সফিউল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ জুন) রাতে সৌদী আরবের রিয়াদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. রনক মো. সফিউল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি সৌদি আরবের কিং সালমান হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট হিসাবেও কর্মরত ছিলেন।
বৈশাখী নিউজ/ জেপা