সুসংবাদ! করোনার ওষুধ তৈরির দাবি ভারতীয় কম্পানির

করোনার ওষুধ তৈরিতে গোটা বিশ্বজুড়ে চলছে তোড়জোড় প্রচেষ্টা। এবার করোনার ওষুধ তৈরির দাবি করছে ভারতের ওষুধ কম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। শুক্রবার ড্রাগ কন্ট্রোল জেনারল অফ ইন্ডিয়া এই ওষুধ তৈরির সম্মতি দিয়েছে৷

গ্লেনমার্ক জানিয়েছে ফেবিফ্লু নামের করোনার একটি ওষুধের দাম ১০৩ টাকা আর একটা স্ট্রিপের দাম পড়বে ৩,৫০০ টাকা ৷ ফ্যাবিফ্লু কোভিড ১৯ -র চিকিৎসার জন্য স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ওষুধ। ১৮০০ মিলিগ্রাম ডোজ দুবার করে এই ওষুধ ব্যবহার করতে হবে। এরপরের ১৪ দিন ধরে ৮০০ মিলিগ্রাম করে ডোজ দিনে দু বার করে দিতে হবে।

গ্লেনমার্কে হিমাচাল প্রদেশে-র কারখানায় এই ওষুধ তৈরির কাজ চলছে। হাসপাতাল ও ফার্মেসিতে যেনো সহজেই ওষুধ পাওয়া যায় সে বিষয়ে নজর রাখা হবে। গ্লেনমার্কের চেয়ারম্যান গ্লেন সালডানহা বলেন, এই ওষুধের অনুমতি যখন পাওয়া গেছে যখন সারা দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নাজুক। যার জেরে সারা দেশেই চিকিৎসা পরিষেবার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে৷ কম্পানির দাবি এই অবস্থায় তাদের ওষুধ সাহায্য করবে সকলকে৷ সারা ভারতবর্ষের সব রোগীরা যেনো এই ওষুধ পায় সেই ব্যবস্থা করছে কম্পানিটি।

গ্লেনমার্ক জানিয়েছে এই রোগের ওষুধের সমস্ত উপাদান এপিআই নিজেদের মতো করে সফলভাবে তৈরি করে নিয়েছে৷ এই ওষুধ প্রথমে করোনার বিরুদ্ধে কৃত্রিম পরিবেশে কাজ করতে শুরু করে৷ তাদের এই লড়াই করার ক্ষমতা থেকেই এটিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার শুরু হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন এটার ব্যবহার সুরক্ষিত৷

 

বৈশাখী নিউজজেপা