যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি চীন : এফবিআই প্রধান

আপডেট: July 8, 2020 |

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় হুমকি চীন। ওয়াশিংটনে হাডসন ইন্সটিটিউটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের জোরপূর্বক সেসব দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এমনকি করোনাভাইরাস নিয়ে মার্কিন গবেষণার সঙ্গেও যুক্ত হওয়ার চেষ্টা করেছিল চীন।

এফবিআই প্রধান বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার জন্য নানাভাবে তারা পাঁয়তারা চালিয়েছে। এজন্য বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করার অপচেষ্টা চীন করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করছে চীন সরকার। নিজেদের নাগরিকদের যারা বিদেশে ভালো মর্যাদা নিয়ে কাজ করছেন, জোর করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চীন।

তিনি আরো বলেন, চীন সরকার টার্গেট পূরণের জন্য যুক্তরাষ্ট্রে লোক পাঠিয়েছিল। তাদের বলা ছিল, অপশন দু’টি। হয় লক্ষ্যে পৌঁছাতে হবে, অন্যথায় আত্মহত্যা করতে হবে। সূত্র : বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর