বিশ্বে করোনায় একদিনে ২ লাখের বেশি আক্রান্ত
বিশ্বে আবারও একদিনে দুই লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মাঝে। হু হু করে বাড়ছে প্রাণহানিও, যার সংখ্যা ৫ লাখ ৬৭ হাজারে ঠেকেছে। এর মধ্যে পৌনে ৭৫ লাখের বেশি ভুক্তভোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
আজ রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ৭৪১ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৪ হাজার ৯৯৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৩৫ জনে ঠেকেছে।
এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জন মানুষ।
ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৭১ হাজার ৪৯২ জনে ঠেকেছে।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণহানি ২২ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ২০ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।
লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ প্রায় ২৩ হাজার। যেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮২ জন মানুষের।
এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৮১ জনের প্রাণ কেড়েছে করোনা।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৩ লাখ ৯৮৮ জন। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪০৩ জনের।
যুক্তরাজ্যে ২ লাখ ৮৮ হাজার ৯৫৩ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৭৯৮ জনে ঠেকেছে।
লাতিন আমেরিকায় ব্রাজিলের পরই সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা মেক্সিকোয় আক্রান্ত ২ লাখ ৯৫ হাজারের বেশি। প্রাণ গেছে ৩৪ হাজার ৭৩০ জনের।
দক্ষিণ আফ্রিকায় করোনা হানা দিয়েছে ২ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। সংকটাবস্থা বিবেচনা করে সেখানে কয়েক লাখ কবর খুঁড়ে রাখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৫৫ হাজার ১১৭ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ১২ হাজার ৬৩৫ জনের।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৪৬ হাজার। মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৩ জনের।
ইতালিতে ২ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৯৪৫ জন।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২৯ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৮১ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ১২ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩৪৪ জনের।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৩০৫ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৮ হাজার ৩৪ জন।
বৈশাখী নিউজ/ জেপা