রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার নির্ধারণ
চলতি অর্থবছরে (২০২০-২১) রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থবছরের (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রার চেয়ে ৬ বিলিয়ন ডলার কম। তবে গত অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ১৯ দশমিক ৭৯ শতাংশ বেশি।
এদিকে সদ্যবিদায়ী অর্থবছরে ( ২০১৯-২০২০) রপ্তানির আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ২৮ শতাংশ কমেছে। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুম প্লাটফর্মের মাধ্যমে রপ্তানির এ লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে ৫৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। তাই লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচন করে চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে পণ্য খাতে রপ্তানির টার্গেট ৪১ বিলিয়ন এবং সার্ভিস সেক্টরে ৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। যে রপ্তানি আয় নির্ধারণ করেছি সেটা আমার অর্জন করতে পারবো।
বৈশাখী নিউজ/ ইডি