কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশি খতিব

আপডেট: July 16, 2020 |
Boishakhinews 232
print news

কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। বর্তমানে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

চট্টগ্রাম হাটহাজির সন্তান মোহাম্মদ আবু তালেব জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রাক্তন শিক্ষার্থী। তিনি এখানে হিফজ সম্পন্ন করেন। অতঃপর কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত অধ্যয়ন করেন।

২০১১ সালে তিনি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। অতঃপর কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে অনার্সে প্রথম স্থান অধিকার করেন তিনি।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো এ মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর