মিশরে শুরু হচ্ছে ‘মি টু’ আন্দোলন

আপডেট: July 18, 2020 |

মিশরে ‘মি টু’ আন্দোলনের সূচনা হতে চলেছে। ইনস্টাগ্রাম পোস্টে কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ বাসাম জাকির প্রায় ১০০জন মহিলা ও যুবতীদের ধর্ষণের কথা প্রকাশ পেলে সে দেশের সামাজিক মাধ্যমে রীতিমতো হৈ চৈ পড়ে যায়। খবর ভয়েস অব আমেরিকা’র।

ইনস্টাগ্রাম পোস্টে ১০০জন মহিলা ও যুবতীকে ধর্ষণের অভিযোগে উঠেছে জাকি’র বিরুদ্ধে। জাতিসংঘের হিসাব অনুযায়ী মিশরের প্রায় প্রতিটি মহিলাই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে ধর্মীয় কূ-সংস্কারের কারণে অনেকেই তা গোপন রাখেন। সম্প্রতি ইনস্ট্রাগ্রামে ঐ ছবি প্রকাশ পাওয়ার পর নারীরা ‘মি টু’ আন্দোলনে সোচ্চার হয়েছেন।

ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ পাওয়ার পর অনেক মহিলাই তাদের অভিযোগ নিয়ে এগিয়ে আসতে শুরু করেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর