করোনার টিকা মিলবে না ২০২১ সালের আগে

প্রাণঘাতী করোনা ভাইরাসে নাকাল পুরো বিশ্ব। প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে ভাইরাসটি প্রতিরোধে টিকা আবিস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।

ইতিমধ্যে বেশ কয়েকটি টিকার অগ্রগতিও হয়েছে। যা মানুষের মনে আশার সঞ্জার করেছে। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই বিশ্বে করোনার টিকা সহজলভ্য হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান জানালেন ভিন্ন কথা। তিনি ২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহব্বান জানিয়েছেন।

এ বিষয়ে রায়ান বলেন— করোনার টিকা আবিস্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করছি। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম।

প্রকৃত সত্য হল এই টিকাগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে ২০১২ সালের প্রথম অংশ লেগে যাবে। এরপর হয়তো দেখবো যে বিশ্বের সকল মানুষই করোনার টিকা পাচ্ছে।— যোগ করেন তিনি।তথ্যসূত্র : আল জাজিরা

বৈশাখী নিউজজেপা