সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপডেট: July 23, 2020 |

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে সিলেট মহানগরীর মেসার্স আলম এন্ড ব্রাদার্স, মহাজনপট্টি এর গোডাউন থেকে ১৬১ কেজি এবং কুদরত উল্লাহ মার্কেট এর সুরমা জাল হাউজ থেকে ৩৩ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে সিলেট জেলা পুলিশ সদস্যদের সহায়তায় মোট ১৯৪ কেজি জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯১০০০ টাকা।

অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় ও মজুদ করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এর ভ্রাম্যমাণ আদালত উভয় প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

হাছিবুর রহমান বলেন, এটা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিচালিত অভিযান। জনস্বার্থে জেলা প্রশাসন সিলেটের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সদর এর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দ্বিজ রাজ বর্মন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধ কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছিলো। মৎস্য আইনের সংশ্লিষ্ট ধারায় কারেন্ট জাল প্রস্তুত, আমদানি, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ।

Share Now

এই বিভাগের আরও খবর