রিজেন্টের এমডি মিজানুর ১০ দিনের রিমান্ডে

আপডেট: July 25, 2020 |

মেট্রোরেলের ৭৬ শ্রমিকদের ভুয়া রিপোর্ট রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, মেট্রোরেলের ৭৬ জন কর্মী রিজেন্ট হাসপাতালে টেস্ট করলে তাদের মধ্যে তিনজনকে করোনা পজেটিভ রিপোর্ট এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট দেখানো হয়। ওই ঘটনায় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান গত ২০ জুলাই একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমানকে।

মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর