তুরস্কের সিরিয় শহরে বোমা হামলা নিহত ৫, আহত ১২

অন্তত ৫ বেসামরিক নাগরিক সিরিয় শহরে এক বোমা হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার রাস আল-আইন শহরের একটি বাজারের কাছে বোমা হামলাটি হয়। খবর আনাদুলু অ্যাজেন্সি’র।

হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। এর আগে গত ৫ জুন একই শহরের এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল যাতে দুটি শিশু নিহত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইপিজি গেরিলাদেরকে দায়ী করেছে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।

দীর্ঘদিন ধরে হুমকি দেয়ার পর গত বছরের ৯ অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিরাট এলাকাজুড়ে অভিযান শুরু করে। ওয়াইপিজি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসেবে বিবেচনা করে।

বৈশাখী নিউজ/ ইডি