১৯২৮ সালের চেয়েও নীরব লন্ডন

আপডেট: July 29, 2020 |

লকডাউনের পর লন্ডনের রাস্তাঘাটে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, তার রেকর্ডিং সংরক্ষণ করা হবে মিউজিয়াম অব লন্ডনে। করোনাভাইরাস মহামারির আরও অনেক প্রামাণ্য তথ্য এবং নিদর্শন সংগ্রহের যে প্রকল্প নিয়েছে মিউজিয়ামটি, এটি তারই অংশ।

যেসব রাস্তার শব্দ লকডাউনের সময় ধারণ করা হয়েছিল, ১৯২৮ সালে সেই একই রাস্তার শব্দের সঙ্গে তুলনা করে দেখা গেছে, লকডাউনের সময় লন্ডনের এসব রাস্তা ১৯২৮ সালের তুলনায়ও বেশি নীরব ছিল।

১৯২৮ সালের লন্ডনের রাস্তার ধারণ করা শব্দ মিউজিয়াম অব লন্ডনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১৯২৮ সালে যখন লন্ডনে গাড়ি-ঘোড়ার আওয়াজ খুব বেড়ে গিয়েছিল, তখন শব্দ দূষণ বিরোধী এক প্রচারণা শুরু করে ডেইল মেইল। সেসময় এই শব্দ ধারণ করা হয়।

মিউজিয়ামের ডিজিটাল কিউরেটর ফটেইন আরাভানি বলেছেন, লন্ডনের রাস্তায় লকডাউনের সময় যেরকম বিরল নিস্তব্ধতা নেমে এসেছিল, তা রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা তিনি একটা বিরাট কর্তব্য মনে করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর