শিশুর পেটে পাওয়া গেল ১৯০টি বল

আপডেট: August 4, 2020 |
Boishakhinews 87
print news

পাঁচ বছরের এক শিশুর পেটে পাওয়া গেছে ১৯০টি মুক্তা আকৃতির বল। খেলতে খেলতে সে চুম্বকের বলগুলো গিলে ফেলতো বলে জানা গেছে। আর চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে চীনে।

ডেইলি মেইল সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে ওই শিশুটি অসুস্থ বোধ করতে থাকে। পরে তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করার।

সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর