যুক্তরাষ্ট্রকে ‘বিভক্ত’ করেছেন ট্রাম্প : কমলা

আপডেট: August 13, 2020 |

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে লিঙ্গবৈষম্য ও বর্ণবাদকে উসকে দিয়ে নাগরিকদের মধ্যকার ঐক্য নষ্ট করে দেশটিকে বিভক্ত করে ফেলছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস।

৫৫ বছর বয়সী সাবেক এ আইনপ্রণেতা সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার সাথে কী হবে, সেটা নির্ধারণ হতে যাচ্ছে। আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য, আমাদের শিশুরা, আমরা যে ধরণের দেশে বাস করছি তার সব কিছুই এর সঙ্গে যুক্ত।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা সুযোগ্য নেতৃত্বের জন্য হাহাকার করছে, অথচ আমাদের এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আছেন তিনি শুধু নিজের চিন্তায় আছেন। যারা তাকে নির্বাচিত করেছে তাদের দিকে খেয়াল নেই।।’

কমলা বলেন, ‘তিনি (ট্রাম্প) বারাক ওবামা এবং জো বাইডেনের কাছ থেকে ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক প্রসার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এর পর তিনি, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সব কিছু সরাসরি মাটিতে ছুড়ে নষ্ট করেছেন।’

তিনি বলেন, ‘এমনটাই হয়, আমরা যখন এমন একজন ব্যক্তিকে বেছে নিই যিনি এই কাজের জন্য উপযুক্ত নন- আমাদের দেশকে বিভক্ত করে রাখা হয়েছে। বিশ্বজুড়ে আমাদের খ্যাতিও বিনষ্ট হয়েছে।’

ট্রাম্পের প্রতিক্রিয়া
বুধবার হোয়াইট হাউসের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস যখন ডেমোক্রেটি পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন লাভ করতে ব্যর্থ হন, তখন বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। আমি দেখেছি তার জরিপের সংখ্যাগুলো বুম, বুম, বুম, করে নামতে নামতে প্রায় শূন্যে পৌঁছে যায় এবং তিনি রাগে পাগল হয়ে যান।’

ট্রাম্প বলেন, ‘তিনি (কমলা) বাইডেনের সম্পর্কে ভয়ংকর সব কথা বলেছেন। এমনকি একজন নারী যখন বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তখন তার কথাও মিস হ্যারিস বিশ্বাস করেছিলেন বলে আমার ধারণা। এখন সেই তিনিই বাইডেনের রানিং মেট হয়ে গেলেন। আবার বাইডেন সম্পর্কে ভালো ভালো কথাও বলছেন।’ খবর বিবিসি

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর