করোনা আক্রান্ত কানিজ আলমাস আইসিইউতে

আপডেট: August 13, 2020 |
print news

করোনায় আক্রান্ত হয়েছেন পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে কানিজ আলমাস খানের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসাপাতালের আইসিইউতে রয়েছেন।

এদিকে, কিছুদিন আগে কানিজ আলমাস খানের শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনো তিনি হাসপাতালে রয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত হন মা-মেয়ে।

কানিজ আলমাস খান সফল নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। ঢাকার ইডেন কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন এবং তিনি কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাংকক ও চীন থেকে পেশাদারি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সঙ্গে প্রতিষ্ঠা করেন ‘পারসোনা’। বর্তমানে বাংলাদেশে পারসোনার ১১টি শাখা রয়েছে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর