মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত জানু
নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে জীবনের কথা চিন্তা না করে সব সময় মানুষের পাশে থেকে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান খান জানু। স্বাধীনতা যুদ্ধের অগ্র সৈনিক বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।
শনিবার দুপুরে এই বীর মুক্তিযোদ্ধা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলাম এবং ঢাকায় এসেও নমুনা দিয়েছিলাম পরীক্ষার জন্য। আজ আমার করোনা পজিটিভ আসে।বর্তমানে আমি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছি। শারীরিক অবস্থা ভালো আছে।”
এদিকে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের করোনা পজিটিভের খবর জানার পর স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান জানুর শারীরিক খোঁজখবর নিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সঠিক ভাবে পর্যবেক্ষণ এ রেখে চিকিৎসা দেয়ার জন্য। তার সুস্থতার জন্য শিবালয় উপজেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।