মালাউই’র কারাগার থেকে ৪৯৯ বন্দির মুক্তি করোনার ভয়ে

আপডেট: August 16, 2020 |

পূর্ব আফ্রিকার দেশ মালাউই’র কারাগার থেকে ৪৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। চলমান করোনা সঙ্কটে জনাকীর্ণ বন্দিদের দুর্দশা কথা বিবেচনা করে প্রেসিডেন্ট লাজারুস চাকবেরা তাদের মুক্তি নির্দেশ দেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, আগেই সেখানে আত্মীয়-স্বজনের দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এখন বিভিন্ন বিষয় বিবেচনা করে এদের মুক্তি দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট চাকবেরা প্রতিটি বন্দির ৬ মাসের কারাদণ্ড মওকুফ করে দিয়েছেন।

এর আগে কারাগারটিতে ১৫৫জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২১ জনই কারাগারের কর্মকর্তা। কারাগার কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, ‘আমাদের কারাগারে যেখানে ৫০০০ ধারণ ক্ষমতা, সেখানে বর্তমানে ১৪ হাজার বন্দি রয়েছে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর