আবুধাবির এমপ্লয়মেন্ট ভিসাধারীদের বহন করবে না বিমান

আপডেট: August 19, 2020 |
print news

এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবিতে প্রবেশ করতে না দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই ভিসায় দেশ থেকে আর কোনও যাত্রী পরিবহন করবে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। এতে জানানো হয়, সপ্তাহে ছয়টি ফ্লাইটের বদলে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আপাতত আবুধাবিগামী এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের গ্রহণ করছে না সংযুক্ত আরব অমিরাত। তাই এ ধরনের যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, একই কারণে আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ আগস্ট পর্যন্ত ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর