বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পক্ষে শ্রিংলা

আপডেট: August 19, 2020 |
print news

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

আজ বুধবার সকালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিকহারে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করেন।

এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। এ সম্পর্ক আগামীতে আরও বাড়বে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর