ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট: August 19, 2020 |
print news

ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে এই ভূমিকম্প হয়। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে শক্তিশালি ভূমিকম্পটি আঘাত হাতে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

জানা গেছে, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হওয়া কেপাহিয়াং জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানকার বাসিন্দাদের মধ্যেও এ ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করতে পারেনি বলে জানিয়েছেন কেপাহিয়াং জেলার দুর্যোগ পরিচালনা সংস্থার জরুরি ইউনিটের প্রধান সামসুদ্দিন। সূত্র : স্ট্রেইট টাইমস।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর