বাংলাদেশ-ভারতবন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে: শ্রিংলা

আপডেট: August 19, 2020 |
print news

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, করোনা সংকটকালেও বাংলাদেশ-ভারতের সম্পর্ক অব্যাহত রাখার লক্ষ্যে ঢাকা সফর করছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, করোনা সংকটের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন অব্যাহত থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন বার্তা নিয়ে আমি বাংলাদেশে এসেছি। গতকাল (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে। তিনি (শেখ হাসিনা) করোনা সংকটে কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না। কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এক প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রিংলা জানান, প্রতিবেশী দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন বিনিময়ে কাজ করবে ভারত।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, করোনা সংকটে গোটা বিশ্বে সম্পর্কে ব্যাঘাত ঘটেছে। এ বৈঠকে দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখার সব বিষয় উঠে এসেছে।

দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়ন, করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর