চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবে পিএসজি!

আপডেট: August 23, 2020 |

গত ৭০ বছরের ক্লাব ইতিহাসে কখনোই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা হয়নি প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। এই প্রথমবার সে বাঁধা কাটিয়েছে ফরাসি জায়ান্টরা। সেমিফাইনালে আরবি লিপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া দলটি।

আজ রোববার দিবাগত (২৪ আগস্ট) রাত ১টায় অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এর আগে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে জার্মানির দলটি। এছাড়াও ফাইনালে ওঠার অভিজ্ঞতা আছে আরো পাঁচবার। শুধু তাই নয়, গোল করার দিক দিয়ে এবারের লিগে নেইমার-এমবাপ্পেদের ধরাছোঁয়ার বাইরে আছেন রবার্ট লেভানডস্কি-সার্জি জিন্যাব্রিরা। এখন পর্যন্ত ২৪ গোল করেন লেভা-ন্যাব্রি জুটি। যেখানে মাত্র ৮ বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছেন নেইমার-এমবাপ্পেরা।

সুতরাং অভিজ্ঞতা কিংবা অর্জন, সব দিক থেকেই আজকের ফাইনালে এগিয়ে থাকবে জার্মান জায়ান্টরা। তবুও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা যাবে পিএসজির ঘরেই। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ফুটবলার বলেন, ‘বায়ার্নের একাদশের অনেক ফুটবলার এর আগেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। তারা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। তবে আমার মনে হয় ফাইনাল জিতবে পিএসজি।’

রুনি আরো বলেন, ‘আমার মনে হচ্ছে- ম্যাচ শুট আউটে যাবে। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা বায়ার্নের রক্ষণ ভেদ করে সুযোগ সৃষ্টি করবে। এমনকি পিএসজিকে জয়ও এনে দেবে।’

ম্যাচে বায়ার্নও যে ছেড়ে কথা বলবে না। তারাও গোলের জন্য মরিয়া থেকে বারবার পিএসজির দূর্গে হানা দিবে তাতে সন্দেহ নেই। তবে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা রুনি বলছেন জার্মান দিলটিকে সামলানোর মতো স্বামর্থ্য আছে পিএসজির। সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘আক্রমণাত্মক ফুটবল বায়ার্নকে বারবার সুযোগ এনে দেবে। তবে তাদের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা আছে ফরাসি দলটির।’

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর