বিকেলে ছাত্রলীগের আলোচনা সভার প্রধান অতিথি শেখ হাসিনা

আপডেট: August 31, 2020 |
print news

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৪টায় ছাত্রলীগের এ আলোচনা সভায় গণভবন থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রলীগের আজকের কর্মসূচির মধ্যে দিয়ে আগস্টের কর্মসূচির সমাপ্তি ঘটবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এই কর্মসূচি পালিত হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর