২০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

সময়: 11:16 am - September 2, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

বিতর্কিত ও গুরুতর অপরাধে জড়িত তালেবান বন্দিদের আবার মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার।

বিবিসি বলছে, সোমবার থেকে আফগান কর্তৃপক্ষ ২০০ জন বন্দিকে মুক্তি দিয়েছে এবং তালেবানের কাছে বন্দি থাকা চার আফগান কমান্ডোকে মুক্তি দেয়া হয়েছে। তালেবানের এক কর্মকর্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৮০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়, যাদের বিরদ্ধে আফগানে ও বিদেশিদের ওপর বর্বর হামলার মতো গুরুতর অপরাধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা বলেছেন, সোমবার কয়েক ডজন বন্দি মুক্তি পেয়েছে, বাকিদের কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বন্দি মুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, এ বন্দি মুক্তি প্রক্রিয়া উভয় পক্ষের শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব পড়বে।

তালেবান ও সরকারের মধ্যকার শান্তি-সমঝোতার অংশ হিসেবে গুরুতর অপরাধে জড়িত ৪০০ তালেবান যোদ্ধাকে মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় লয়া জিরগা। তার পর ওই ফরমানে প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও অনুমতি মেলার পর তালেবানদের মুক্তি দিতে শুরু করে আফগান সরকার।

এই মুক্তির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার পথ প্রশস্ত হচ্ছে।

সব তালেবান বন্দিদের মুক্তির মধ্যদিয়ে কাতারে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাসীন তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই গোষ্ঠীটি ক্রমে শক্তি সঞ্চয় করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর