সিদ্ধিরগঞ্জে ৯০ কোটি টাকার নকল প্রসাধনী ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ

আপডেট: September 4, 2020 |
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারাখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিশ্বের নামিদামি ব্রান্ডের প্রায় ৯০ কোটি টাকার নকল প্রসাধনী ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৩ এর গোয়েন্দা বিভাগ ও বিএসটিআই’র সহযোগিতায় র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় দেখা যায়, কারখানায় মিথানল, স্প্রিট ও মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল মিশিয়ে বানানো হচ্ছে বিশ্বের বহুল প্রচারিত নামিদামি ব্রান্ড ফগ, সিগনেচার, হোভোগল্ড, কার্টন লিমা, ব্লুলেডি, জ্যাসমিন, গেমবটি, মিলিনিয়াম, কোবরা, ম্যাক্স, রয়েলমেরগিসহ বিভিন্ন নকল প্রসাধনী সামগ্রী। এছাড়া তৈরি করা হচ্ছিল সনি ব্রাবারিয়া, প্যানাসনিক ও এলজি টেলিভিশন। একই এক্সসোরিজ দিয়ে এসব নামিদামি ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করে দেশের বাজারে বিক্রি করে আসছে কোম্পানিটি। এ সময় নকল প্রসাধনী উৎপাদন ও বিপননেন সাথে জড়িত কারখানার মালিক বেলায়েত হোসেনসহ কারাখানার মোট ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে র‌্যাব।

র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ‘মুনস্ট্যার মার্কেটিং প্রাইভেট লিমিটেড কারাখানার মালিক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে এই খারখানায় বিশ্বের বিভিন্ন নামিদামি ব্রান্ডের প্রসাধনী সামগ্রী ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করে আসছেন। যা মানুষের সাথে সুস্পষ্ট প্রতারণা। ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল দিয়ে একটি মাত্র মেশিন দিয়ে কোবরা, ফগ, ব্লুলেডি, সিগনেচার, হোভোগল্ডসহ বিভিন্ন বিশ্বখ্যাত নামিদামি কোম্পানির লেভেল মুছে ফেলে ছোট ছোট কন্টেইনার রিফিল করে বাজারজাত করে আসছে। দেশের সবচেয়ে বড় বাজার চকবাজারসহ দেশের বিভিন্ন ছোট বড় শপিংমলের প্রসাধনীর দোকানে এসব নকল পণ্য সরবরাহ করে মানুষের সাথে প্রতারণা করে আসছে।’

তিনি বলেন, ‘এসব পণ্য ব্যাবহার করে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। মিথানল ব্যবহার করতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এবং পরিবেশ অধিদপ্তরের লাইন্স লাগবে। কিন্তু তিনি কিছুই দেখাতে পারেননি।’

নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, কারখানার ভেতরে ও গোডাউনে প্রায় ৯০ কোটি টাকার বেশি নকল প্রসাধনী ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এসব নকল পণ্য যাতে দেশের বাজারে সরবরাহ করতে না পারে সেজন্য কারখানা সিলগালা করে দেয়া হয়েছে। একইসঙ্গে কারখানার মালিকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর