সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুপারিশ

সময়: 1:51 pm - September 6, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুই ধরনের বিমার সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন।
এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যবিমা, অন্যটি জীবন ও দুর্ঘটনাজনিত অক্ষমতা বিমা।

সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে কমিশন বলেছে, সরকারি চাকরিজীবীদের স্বাস্থ্যভাতা খুবই সামান্য। কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে নামকাওয়াস্তে যে গোষ্ঠীবিমা চালু রয়েছে, তার আর্থিক সুবিধাও পর্যাপ্ত নয়। সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থাকলেও প্রচণ্ড ভিড়ের কারণে সরকারি চাকরিজীবীরা এ সেবা নিতে পারেন না। নিচের স্তরের চাকরিজীবীরা এ বিষয়ে বেশি বঞ্চিত।

বিশ্বের অন্যান্য দেশ। যেমন- ভারত, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার অনেক দেশেই এ ধরনের বিমা চালু রয়েছে উল্লেখ করে কমিশন বলেছে, বাংলাদেশেও স্বাস্থ্যবিমা চালু করা যায়।

বিদ্যমান স্বাস্থ্যভাতা অব্যাহত রেখেই সরকারি চাকরিজীবীদের জন্য তাই নতুন করে স্বাস্থ্য বিমা চালুর পক্ষে কমিশন।

সংশ্লিষ্টরা মনে করেন, সরকার কমিশনের এ সুপারিশ বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবী ও বিমা খাত দুই পক্ষই লাভবান হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর