আজ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট: October 12, 2020 |
print news

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দিনটি পালিত হবে সীমিত পরিসরে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের উদ্যোগে আজ সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শপথবাক্য পাঠ এবং শোভাযাত্রার আয়োজন করা হবে।

উল্লেখ্য, অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর