বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

আপডেট: October 14, 2020 |

সাভারের আশুলিয়ায় শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছেন ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সিডকো গ্রুপ নামে কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রায় ৬ শত শ্রমিক।

শ্রমিকরা জানায়, বিগত কয়েক মাস থেকে কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় বেতন দিতে পারেনি। গত মাসের ২০ সেপ্টম্বরে কারখানা কর্তৃপক্ষ, বিজিএমইএ ও শিল্প পুলিশের উপস্থিতে অক্টোবর মাসের ১১ তারিখে বেতন দেওয়ার একটি চুক্তি হয়। পরে কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখে বেতন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে অবস্থান করে। পরে রাত ৮টার দিকে শিল্প পুলিশের এক কর্মকর্তা কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী ১৫ অক্টোবর বেতন দেওয়া আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি চলে যায়। পরদিন ১৩ অক্টোবর শ্রমিকরা কারখানায় গেলে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। নোটিশে ১৩/১ ধারায় কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গতকাল রাতে কারখানার শ্রমিকদের মোবাইল একাউন্টে বেতনের টাকা গেলেও কারখানা না খোলায় আজ এই বিক্ষোভ করেছে তারা। এবং বিক্ষোভ থেকে আগামী ১৭ অক্টোবর মালিকের বাড়ি ঘেরাও করার ঘোষণা দেয় শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের কারখানা প্রতি মাসে বেতন দিতে ঝামেলা করে। তবে বেতন এক সময় না এক সময় পেয়ে যাই। কিন্তু এবার বেতন আসার পর কারখানায় বন্ধের নোটিশ। আমার তো চাকরি হারালে সবাই দিশহারা হয়ে যাবো। এতো শ্রমিক কি করবো কোথায় যাবো। নতুন করে কোনো কারখানায় চাকরিও নিতে পারবো না।

এ ব্যাপারে বিজিএমইএর সাভার ও আশুলিয়া অঞ্চলের ক্রাইসিস কমিটির পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, আসলে কারখানায় কোনো অসন্তোষের সৃষ্টি হলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিতে পারে। আমরা কারখানার মালিকের সঙ্গে কথা বলছি বিষয়টি সমাধান করার জন্য।

এ বিষয়ে কারখানাটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা সারোয়ার হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষের বেআইনি ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর