নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং

আপডেট: October 14, 2020 |

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন।

সিনহুয়া মঙ্গলবার (১৩ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংদংয়ের ছাওঝুতে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) নেভি ম্যারিন কর্পস পরিদর্শনের সময় শি জিনপিং এ কথা বলেন। এসময় তিনি অভিজাত বাহিনী গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

শি জিনপিং বলেন, নৌবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের ওপর গুরত্ব দেওয়া উচিত। নৌবাহিনী সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট প্রয়োজনে নৌবাহিনীকে যুদ্ধ ও মিশন সংক্রান্ত প্রশিক্ষণের সঙ্গে সবসময় যুক্ত থাকতে হবে।

 

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর