ইতালি বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে

আপডেট: October 15, 2020 |

ইতালি বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে । বাংলাদেশ সরকারের অনুরোধে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো। এর ফলে যাদের ইতালিতে থাকার বৈধ অনুমতি আছে, তারা সে দেশে যেতে পারবেন।

তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। তাদের পূর্বসূরিদের তথ্য ইতালির পুলিশ চেক করবে এবং তারপর ভিসা দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেছেন, তারা পুলিশি চেকিংয়ের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করছেন। তবে ইতালি এখন নতুন করে কোনো ভিসা দেবে না। যাদের বৈধ অনুমতি আছে এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্যই এই ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ইতালি কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে তারা ফ্লাইটে যেতে পারবেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর