যশোরে চিত্রা নদী থেকে এক হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার

আপডেট: October 17, 2020 |
চিকিৎসক
print news

এক হোমিও চিকিৎসকের লাশ যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।চিকিৎসকের নাম খাইরুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

খাইরুল সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে এক পথচারী নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে। বিষয়টি বাজারের ব্রিজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে খোঁজখবর নেয়ার পর খায়রুলের পরিচয় শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

হোমিও চিকিৎসকের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন হোমিও চিকিৎসক। কিছুদিন হলো মানসিকভাবে অসুস্থ তিনি। গত বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সেদিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর