গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু

আপডেট: October 17, 2020 |
জনের মৃত্যু
print news

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৪৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২০৯ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ২৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১২ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৫৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখ ৫১ হাজার ৭০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর