পরীক্ষিত নেতা-কর্মীদের স্থান দিতে হবে দলের কমিটিতে: তোফায়েল

সময়: 9:02 pm - October 20, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দলের পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। যারা মানুষের সাথে খারাপ ব্যবহার, অসামাজিক কাজে লিপ্ত ও অন্যায় করবে তাদের সংগঠনে স্থান হবে না।

মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তোফায়েল আহমেদ।

আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, বর্তমানে দেশে করোনার মত একটি খারাপ সময় যাচ্ছে। সেই খারাপ সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দরভাবে আমরা এগিয়ে চলছি। এর মধ্যেও আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আমাদের মাথা পিছু আয় ভারতের চেয়ে বেশি হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী নির্বাচীত হয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এই করোনার মধ্যে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে দেশের মানুষ আজকে ভালো আছে।

তোফায়েল আহমেদ বলেন, করোনার মধ্যে গ্রামে গ্রামে আমরা প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিয়েছি। এছাড়া আমরা নিজ উদ্যোগেও মানুষের মাঝে ত্রাণ দিয়েছি।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুছ সালাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর