আজ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

আপডেট: October 21, 2020 |
Boishakhinews 4
print news

দেশের খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করেছে সরকার। আজ বুধবার থেকে এই মূল্য কার্যকর হবে। এদিকে অস্বাভাবিক দর বৃদ্ধির মধ্যে ক্রেতাদের চাহিদা পূরণে আজ থেকে ট্রাকে করে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে। জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে।

একই সাথে পিয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর