প্রধানমন্ত্রীর এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্তে মানুষ তার ফল ভোগ করবে

আপডেট: October 21, 2020 |

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার এক কোটি গাছ রোপণের যে সিদ্ধান্ত নিয়েছে তার ফল আওয়ামী লীগ নয়, দেশের মানুষই ভোগ করবে ।

এক ভিডিওবার্তায় দেলোয়ার হোসেন বলেন- ‘দেশ ও মানুষকে ভালোবেসে পিতার জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফল কিন্তু শেখ হাসিনা ভোগ করবেন না, আওয়ামী লীগও ভোগ করবে না, দেশ এবং দেশের মানুষ এর ফল ভোগ করবে।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলেন, ‘ধরিত্রী যদি বিরূপ হয়, তাহলে উন্নত রাষ্ট্রগুলোও বিপর্যস্ত হবে। কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এজন্য আমাদের মতো যেসব দেশ দায়ী না, আমরা অন্যায় না করেও ফল ভোগ করছি। এই বিপর্যয় অবস্থা কাটিয়ে ওঠার জন্য এবং যাদের কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে, তাদের বাধ্যবাধকতায় আনতে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। পরিবেশ রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে সোচ্চার রাজনীতিবিদ।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে দেলোয়ার হোসেন বলেন- ‘সাম্প্রতিক সময়ে কয়েকটি দুর্যোগ, বড় বড় ঝড় গেলো, সেগুলোতে কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরা। আমাদের ১৭ ভাগ উপকূলবর্তী অঞ্চলে ঝড় এলে মানুষের ফসল, মৎস্য চাষ, সবকিছু দুর্যোগের কবলে পড়ে। ক্ষতি আমাদের যেহেতু বেশি, তাই নিজ দেশের পাশাপাশি আমাদের মতো রাষ্ট্র যারা আছে, তাদের সবার দায়িত্বও নিতে হয় আমাদের।’

পরিবেশ বিপর্যয় কাটিয়ে উঠতে বাবার মতোই প্রধানমন্ত্রী দেশ ও মানুষকে ভালোবেসে বৃক্ষরোপণের দায়িত্ব নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের এই নেতা। বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন- আমি বিশ্বের নির্যাতিত মানুষের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বিষয়ে পিতার মতো বিশ্ববাসীর নেতৃত্ব দিচ্ছেন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর