সড়ক দুর্ঘটনায় সমগ্র দেশে সাতজনের প্রাণহানি

সময়: 11:44 am - October 22, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

সমগ্র দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণ গেছে। এদের মধ্যে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী, রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় ডাব বিক্রেতা, কুমিল্লায় লরিচাপায় রিকশাচালক ও ব্রাহ্মণপাড়া শ্রমিক এবং চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া ও বরিশালের আগৈলঝাড়ায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

হবিগঞ্জের মঙ্গলবার রাত ৮টায় মাধবপুর উপজেলার মীরনগরে এক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গেইটঘর শাহপুরের আবদুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া ও সুরু মিয়ার ছেলে আবদুল মান্নান।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে বুধবার সকালে এক দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেছে। নিহত আনারুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মখসেদ আলীর ছেলে।

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকায় এক দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকবর আলীর ছেলে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজারে বুধবার সন্ধ্যায় ফোরলেনের উল্টোপথে বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে করে নিয়ে আসার সময় ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল দাশ চকরিয়া উপজেলার সুধীর দাশের ছেলে।

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচরে ২০ মিনিট ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকাল এ দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক দুর্ঘটনার পরপর ঢাকা ও কুমিল্লামুখী উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় সাজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাইপাসের কালুরপাড় এলাকায় বুধবার নসিমন উল্টে তারা আহত হন।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর