করোনা মোকাবেলা করেও দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট: October 29, 2020 |
print news

কারও কাছে হাত পেতে নয়, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে আটজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পদক প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। বলেন, করোনার কারণে অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর