প্রাইজবন্ডের ১০১তম ড্র আজ

আপডেট: November 1, 2020 |

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০১তম ‘ড্র’ আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এই ড্র হবে সিঙ্গেল কমন পদ্ধতিতে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্র জানায়, প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র তে ৬ ছয় লাখ টাকার একটি, তিন লাখ পচিঁশ হাজার টাকার একটি, এক লাখ টাকার ২টি, পঞ্চাশ হাজার টাকার ২টি এবং দশ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

ড্র এর ফলাফল আগামীকাল সোমবার (২ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, দেশে প্রথম প্রাইজবন্ড চালু হয় ১৯৭৪ সালে। তবে তখন ছিল ১০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড। ১৯৮৫ সালে চালু হয় ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড। ১৯৯৫ সালে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড চালু হওয়ার পর ১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের বন্ডগুলো সরকার তুলে নেয়। ভারত-পাকিস্তানে ১০০ থেকে ৪০ হাজার রুপি মূল্যমানের ৮ ধরনের প্রাইজবন্ড রয়েছে। কিন্তু বাংলাদেশে ২০ বছর ধরেই রয়েছে শুধু ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর