আজ কক্সবাজারের লং বিচ হোটেলে চিরকুটের কনসার্ট

আপডেট: November 5, 2020 |
print news

এ সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের কনসার্ট আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ।দীর্ঘ বিরতির পর ব্যান্ড দলটি ইনডোর কনসার্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে । কক্সবাজারের লং বিচ হোটেলে গাইবে দলটি। আর চিরকুটের হাত ধরে পুনরায় শুরু হচ্ছে কনসার্ট।

ব্যান্ডটির অন্যতম সদস্য শারমীন সুলতান সুমি বলেন—নিরাপত্তার সকল নিয়ম মেনে অফিস আর সব কাজ হতে পারলে নিয়ম মেনে হোক কনসার্টও। কারণ কনসার্ট শুধু এন্টারটেইনমেন্ট না; কনসার্ট মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একটি বড় জনগোষ্ঠীর জীবিকা আর কাজও। তাই আমরা ইনডোর কনসার্টের মাধ্যমে ফিরছি।

বুধবার (৪ নভেম্বর) রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চিরকুটের সদস্যরা। এরই মধ্যে কক্সবাজারে পৌঁছেছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে পুরো আয়োজন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সুমি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর