সিরাজগঞ্জে-১ আসনে চলছে ভোটগ্রহণ

আপডেট: November 12, 2020 |

সিরাজগঞ্জ-১ (কাজিপুর -সদরের আংশিক) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দলে দলে ভোটারা ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে। ভোটারদের দীর্ঘ সারিতে ভোটকেন্দ্র হয়ে উঠেছে উৎসবমুখর। এবারই প্রথম এ আসনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। তাই নতুন এই পদ্ধতিতে ভোটারাদের ভোট দিতে বেশ কৌতুহলী দেখা যাচ্ছে।

এদিকে, কাজিপুর বেরী পোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল ৯টায় আওয়ামী লীগ প্রার্থী তানভির শাকিল জয় তাঁর ভোট প্রাদান করেন। অন্যদিকে সকাল ১১টায় চালীতাডাঙ্গা হাই স্কুলে ভোট দেবার কথা রয়েছে এ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজার।

এ আসনে মোট ১৭১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটার তাদরে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্রের আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়নে করা হয়।

গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগেরে প্রেসিডিয়াম সদস্যে মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষনা করনে নির্বাচন কমিশন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর