বাস পোড়ানোর ঘটনায় ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেফতার

আপডেট: November 14, 2020 |

রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে ২৮ জনকে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপির ডিসি ওয়ালিদ হোসেন।

এসময় তিনি বলেন, এখন পর্যন্ত এ সংক্রান্ত ঘটনায় ৩২ জন আটক আছে। যাদেরকে ধরা হয়েছে তাদের রিমান্ড আবেদন চেয়ে আদালতে আর্জি জানাবো। তারা কাদের নির্দেশনায় এ কাজগুলো করেছেন সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো।

ডিসি ওয়ালিদ হোসেন আরও জানান, ‘আপাতত আমরা বলতে পারি এগুলো নিঃসন্দেহে দাহ্য পদার্থ। কোন ধরনের দাহ্য পদার্থ সেটা রিপোর্ট আসার পর সুুনির্দিষ্টভাবে বলতে পারবো। এসব ঘটনায় যারা জড়িত তাদের সবার দলীয় পরিচয় আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ অফিসের সামনের একটি রাস্তাসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। সেই মামলায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৩২ জনকে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর