করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু

আপডেট: November 14, 2020 |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৭৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৩১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬২ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর