ঘর পরিষ্কার করতে গিয়ে ৩ লাখ টাকার স্বর্ণের গয়না আবর্জনায় ফেলে দিলেন গৃহবধূ ‌

আপডেট: November 15, 2020 |

কমবেশি সব নারীর কাছেই গয়না অনেক প্রিয়। তাও আবার সেটা যদি স্বর্ণের গয়না হয়, তা হলে তো কথাই নেই। দাম বেশি হওয়ায় তা সামলেও রাখেন তারা। কিন্তু কখনও ঘর পরিষ্কার করতে গিয়ে গয়নার ব্যাগই আবর্জনার সঙ্গে ফেলে দিয়েছেন কোনও নারী, এমনটি শোনা যায় না। কিন্তু এমনটাই ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনেতে। ভুলবশত তিন লাখ টাকা মূল্যের গয়না ভরতি ব্যাগ আবর্জনার সঙ্গে ফেলে দেন এক গৃহবধূ। শেষপর্যন্ত অবশ্য সৌভাগ্যক্রমে পৌরসভার কর্মীদের তৎপরতায় তা ফিরে পান তিনি।

ওই নারীর নাম রেখা সেলুকার। থাকেন পিম্পল-সওদাগর এলাকায়। সম্প্রতি দিওয়ালি উপলক্ষে ঘর পরিষ্কার করছিলেন তিনি। অপ্রয়োজনীয় জিনিস ফেলার পাশাপাশি ভুল করে গয়না ভরতি ব্যাগটিও ফেলে দেন। এরপর আর্বজনা কুড়োনোর লোক এসে সব নিয়েও চলে যায়। তবে দু’‌ঘণ্টা পরই নিজের ভুল বুঝতে পারেন তিনি। এরপর ওই পরিবার স্থানীয় এক সমাজকর্মী সঞ্জয় কুটের সঙ্গে যোগাযোগ করে। তাকে তারা জানান, ব্যাগে স্বর্ণের গয়না ছিল।

এরপর সঞ্জয় কুটে যোগাযোগ করেন পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে। দেখা যায়, আর্বজনার গাড়ি এলাকায় নেই। সেটি ইতোমধ্যে জঞ্জাল ফেলার জায়গায় চলে গেছে। এরপর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুশীল মালাইয়িকে বিষয়টি জানানো হয়। তিনিই হেমন্ত লাখান নামে এক কর্মীকে সেটি খুঁজে বের করার দায়িত্ব দেন। সেলুকার পরিবারও ওই স্থানে চলে যায়। শেষপর্যন্ত লাখানের প্রচেষ্টাতেই ওই ব্যাগটির সন্ধান মেলে।
ভুলবশত ফেলে দিলেও লক্ষাধিক টাকার গয়না ফিরে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সেলুকার পরিবার। প্রত্যেককে ধন্যবাদও জানান তারা। তবে ঘটনার সময় একটু দেরি হলেই হয়তো সব গয়না আবর্জনার সঙ্গেই মিশে যেত। সূত্র: সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর