করোনাভাইরাসে আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিব

আপডেট: November 15, 2020 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সে জন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআর’বিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে।

শরীফ মাহমুদ বলেন, নিশ্চিত হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লক্ষণ নেই।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর