করোনায় আক্রান্ত লিয়াকত আলী লাকী

আপডেট: November 17, 2020 |

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার অফিসে আসার পরই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান এবং জানতে পারেন রেজাল্ট পজিটিভ। এর পর সঙ্গে সঙ্গে বাসায় চলে যান। এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।’
আগে থেকে লিয়াকত আলী লাকীর করোনার তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। তবে গত পরশু দিন শারীরে জ্বর অনুভব করেন। এর পর ১৫ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার নমুনা জমা দেন। বিষয়টি উল্লেখ করে হাসান মাহমুদ।

তিনি আরও বলেন, এখনো করোনার তেমন উপসর্গ নেই। আর শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।

লিয়াকত আলী লাকী একাধারে নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৫৮টি নাটকে, নির্দেশনা দিয়েছেন ৭৮টি। আর রচনা করেছেন ৮টি নাটক। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক লাভ করেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর