নতুন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে কোনো অসুবিধা হবে না : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: November 18, 2020 |

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রচুর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়।
আমাদের দেশে ধর্ষণ প্রতি ১০ লাখে ৯ দশমিক ৮২ শতাংশ। কিন্তু ওপেন সেক্সের দেশ হওয়া সত্ত্বেও আমেরিকায় সেটা আরো বেশি।

বুধবার ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে জো বাইডেনকে পরিপক্ব রাজনীতিবিদ উল্লেখ করে ড. মোমেন বলেন, নতুন সরকারে সঙ্গে কোনো অসুবিধা হবে না। আমরা জলবায়ু নিয়ে তাদের সঙ্গে কাজ করবো। প্রবাসীদেরও সুবিধা হবে।

আমেরিকায় থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে তাদের অ্যাটর্নি জেনারেলকে সব তথ্য পাঠিয়েছি। এ নিয়ে আমরা আশাবাদী।

কোভিড কালে ১ লাখ ৬০ হাজার প্রবাসী দেশে এসেছেন। অধিকাংশ এসেছেন সৌদি থেকে।

আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে আলোচনা হবে। পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকবে।

মন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কানাডায় অর্থ পাচারের বিষয়ে খবর নিয়েছি। মনে করছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেলো রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। কিছু ব্যবসায়ীও আছে।

পাকিস্তানের কারাগারে থাকা আটজন বাংলাদেশিকে ফেরত আনতে সেখানে অর্থ পাঠানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের সরাসরি ফ্লাইট না থাকায় ওমান হয়ে দেশে ফিরবেন তারা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর