মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরো কঠোর হতে নির্দেশ

আপডেট: November 23, 2020 |

মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরো কঠোর হতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার (২৩ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন এবং গত সাতদিন ধরে জানাচ্ছেন যে তারা ম্যাসিভলি জরিমানা করছেন। গতকাল কয়েক হাজার লোককে জরিমানা করা হয়েছে। আমরা বলেছি আরো এক সপ্তাহ দেখতে, মানুষকে আরো মোটিভেশন করতে। তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো জরিমানা বাড়তে পারে। হয়তো এক হাজার টাকা, ৫০০ টাকা জরিমানা করছে, সেটা পাঁচ হাজার টাকা করে দিল। এরকম আমরা আরেকটু স্ট্রং ওয়েতে যেতে বলেছি। যারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন সঙ্গে মাস্কও নিয়ে যাবেন যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে দিয়ে দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে সচিব জানান, যেভাবে হোক মানুষকে আরো বেশি বেশি করে প্রচার করেন, ফোর্স করা যেভাবে হোক মানুষ যেন মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ওষুধ কাজ করবে না বলেও তিনি জানান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর