মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি : তাপস

আপডেট: December 4, 2020 |

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি।তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ছাত্রজীবন থেকেই রাজনীতিকে সক্রিয় ছিলেন। তিনি স্বাধিকার আন্দোলন, ছয় দফা, মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করেছিলেন বলেই জাতির পিতার নির্দেশে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।

শুক্রবার সকালে বাবা শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে যুবলীগ শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে একটা মেধাভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। যুব সমাজ যখন সেই পর্যায়ে যেতে পারবে তখনই শহীদ শেখ ফজলুল হক মনি’র স্বপ্ন পূরণ হবে।

শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বনানী কবরস্থানে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন, মাদ্রাসায় কোরআনে তেলায়াত ও মসজিদ-মন্দির-প্যাগোডায় বিশেষ প্রার্থনা ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর