বিরাটদের টানা ৮ ম্যাচে জয়

আপডেট: December 5, 2020 |
print news

ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ জিতে টানা ৮টি টি-২০ ম্যাচ জিতল। পাশাপাশি চলতি বছরে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারেনি কোহলি অ্যান্ড কোং। শুক্রবার মানুকা ওভালে সিরিজের প্রথম ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

ওয়ান ডে সিরিজ ১-২ হারলেও টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে জয় পায় ‘মেন ইন ব্লু’। এর ফলে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে টানা ৮টিতে জয় পেলে ভারত। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ টি-২০ সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করেছিল কোহলি অ্যান্ড কোং।

তারপর এদিন অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেল বিরাটরা। মানুকা ওভালে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ জিতেছিল ভারত। তারপর একই ভেন্যুতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জেতে টিম কোহলি।
ভারতের দেওয়া ১৬২ রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ভারত।

লোকেশ রাহুলের অর্ধশতরান এবং রবীন্দ্র জাদেজার সুপার ক্যামিও ইনিংসে ভর করে বড় রান তোলে ভারত। রাহুল করেন ৪০ বলে ৫১ রান করেন। শেষদিকে জাদেজার ২৩ বলে অপরাজিত ৪৪ রান বোলারদের হাতে লড়াইয়ের রসদ তুলে দেয়।

রান তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চ এবং ডা’র্সি শর্ট জুটির শুরুটা দেখে আশাবাদী হওয়ার কথা ছিল না। অষ্টম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজার কনকাশন পরিবর্ত যুবেন্দ্র চাহাল যখন ফিঞ্চকে ৩৫ রানে আউট করেন। অস্ট্রেলিয়ার রান তখন ৫৬। ফিঞ্চকে ফেরানোর পর নিজের পরের ওভারেই স্টিভ স্মিথকে ১২ রানে ডা-আউটে ফেরত পাঠান চাহাল।

পরের ওভারে অভিষেককারী টি নটরাজন গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরাতেই ম্যাচে ফেরে ভারত। কিন্তু চতুর্থ উইকেটে মোসেস হেনরিকসের সঙ্গে ডা’র্সি শর্টের ৩৮ রানের জুটি ফের কাঁটা হয়ে দাঁড়ায় ভারতীয় দলের জন্য। কিন্তু ১৫তম ওভারে নটরাজনের বলে লং-অনে শর্ট (৩৪ রান) পান্ডিয়ার হাতে ধরে পড়তেই ফের মোড় ঘোরে ম্যাচে।

এরপর ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৮তম ওভারে চাহারের বলে হেনরিকস (৩০) এলবিডব্লিউ হয়ে ফিরতেই সব আশা শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৪ ওভারে ২৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের নায়ক চাহাল।

তবে আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক টি-২০ অভিষেকেও নায়ক টি নটরাজন। ৩০ রান দিয়ে বাঁ-হাতি পেসারও নেন তিন উইকেট। উইকেট না-পেলেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ওয়াশিংটন সুন্দর। সূত্র : এনডিটিভি ও কলকাতা টোয়েন্টিফোর।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর